Episode Synopsis "স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়াবাবাজী মহারাজের কণ্ঠে শুনুন শরণাগত হওয়ার ৬ টি উপায়।"
পরনিন্দা আর পরচর্চা – বাঙালি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। পরনিন্দা বা পরচর্চা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। আর অন্যের বাড়ি-গাড়ি দেখে চোখ টাটায় না এমন মানুষের সংখ্যাও বেশি নয়। আসলে আমরা কোন না কোন ভাবে ইন্দ্রিয়-সুখ লাভ করার চেষ্টা করি, সে চোখ দিয়েই হোক বা অন্যের সমালোচনা করেই হোক। কিন্তু এই অভ্যাস কী মানুষকে সুখী করে, না কি সেই সমস্ত মানুষের জীবনসবার অজান্তে ভরে ওঠে এক দূর্বিষহ যন্ত্রনায়? এর থেকে মুক্তির উপায় কী? শুনুন বাবাজীর কথা একমাত্র VOICE 9 এ।