Episode Synopsis "Koto Je Tomake Beshesi Valo ( A Bangladeshi Famous Song )"
https://3speak.tv/watch?v=sagor1233/tluyymrt 28-07-2021 ১৩ই শ্রাবণ ১৪২৮ Song: Koto Je Tomake Beshechi Valo Singer: Subir Nandi Cover: @sagor1233 Lyrics: Nazrul Islam Babu Lyrics: কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না যত দেখি তৃষ্ণা মিটে না ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলেই ঝরে পড়ে জোছনা হাসলেই ঝরে পড়ে জোছনা আমি এই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগো বাঁচতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো মধুময় হল ফুলও সজ্জা মধুময় হল ফুলও সজ্জা ওগো এই রাত কভু যদি শেষ না হত জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে Lyrics Source: musixmatch আমার সম্পর্কে কিছু কথাঃ- আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে। আমার সাথে যোগাযোগ করুনঃ- ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব