Episode Synopsis "Bangla Song Cover || Coffee Houser Sei Adda Ta By @sagor1233 | Hive Open Mic"
https://3speak.tv/watch?v=sagor1233/ufagxguk 🎧Hello music lovers 🎧 Greetings to all of you.Hope everyone doing good. I'm also doing good by the grace of Almighty. Hive open mic is a fantastic platform for all the musician in block chain.We can do or hear beautiful live music in this community. Its a good pleasure to performed in this community per week with a good song. Saludos a todos ustedes. Espero que todos estén bien. También estoy haciendo el bien por la gracia del Todopoderoso. Hive open mic es una plataforma fantástica para todos los músicos en blockchain. Podemos hacer o escuchar música hermosa en vivo en esta comunidad. Es un gran placer actuar en esta comunidad por semana con una buena canción. Lyriscs হুঁউম... উঁ... ম... উঁ... ম... উঁম উঁম উঁম... কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই লারা লাল লা লাল লা লা লা লা লা, লালা লা লা নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায় অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে জীবন করে নি তাকে ক্ষমা হায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখ্ পতি স্বামী তার হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে গাড়ীবাড়ী সবকিছু দামী তার আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই লারা লাল লা লাল লা লা লা লা লা, লা লা লা একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনারটা ঠোঁটে জ্বলতো কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই লারা লাল লা লাল লা লা লা লা লা, লালা লা লা কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা অফিসের সোশ্যালে 'অ্যামেচার' নাটকে রমা রায় অভিনয় করতো কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো ওঃ ওঃ ওঃ কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কত জন এল গেলো, কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই উঁহুহুঁ লা লাল লা লা লালা লা লালা, লা লা লা কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই আমার সম্পর্কে কিছু কথাঃ- আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে। আমার সাথে যোগাযোগ করুনঃ- ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব ▶️ 3Speak