Listen "Episode 7 :সংকটে বাংলাদেশের বিচার বিভাগ বর্তমান ব্যবস্থায় বিচার বিভাগ আদৌ কি স্বাধীন হওয়া সম্ভব | Insight Dialogues"
Episode Synopsis
একটা দেশের বিচারব্যবস্থার উপর তার দেশের নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে। জনগন যদি বিচারে নামে প্রহসন দেখে বা বিচারকার্যে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করে তবে তারা দেশের উপরই আস্থা হারিয়ে ফেলে। বাংলাদেশে লাখ লাখ মানুষ বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে। বছরের পর বছর জেল খেটে বেকছুর খালাস পাওয়া জুলুম ছাড়া আর কি? তাছাড়া রাজনৈতিক বিবেচনায় বিচার হওয়া ও খালাস পাওয়ার কারনে জনগন এই বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করছে। বর্তমান বিচার ব্যবস্থা বৃটিশ লেগেসির অংশ যেখানে মানুষ তার মস্তিস্কপ্রসূত চিন্তার মাধ্যমে আইন তৈরি করে । মানুষ পক্ষপাত দুষ্ট তাই তার বানানো আইন ও পক্ষপাত দুষ্ট হতে বাধ্য। বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য বিচার বিভাগ ও শাসন বিভাগকে আলাদা করার কথা থাকলেও আদতে তার সুফল জনগন পাচ্ছে না । এরই বাস্তবতায় আমাদের আজকের আলোচনা। বিষয়বস্তু: “ সংকটে বাংলাদেশের বিচার বিভাগ: বর্তমান ব্যবস্থায় বিচার বিভাগ আদৌ কি স্বাধীন হওয়া সম্ভব।”--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/the-shepherd5/message Hosted on Acast. See acast.com/privacy for more information.