Episode 16 : জিতবে এবার কে ? | Insight Dialogues

28/12/2023 1h 11min
Episode 16 : জিতবে এবার কে ? | Insight Dialogues

Listen "Episode 16 : জিতবে এবার কে ? | Insight Dialogues"

Episode Synopsis

জিতবে এবার কে ?আগামী ৭ ই জানুয়ারীর নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগনের তথাকথিত মুক্তির লক্ষ্যে হরতাল, অবরোধ ও অসহযোগ আন্দোলন করে আসছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে ডামি, গৃহপালিত ও ‍কিংস পার্টি দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। গত ১৫ বছরে জনগনের উপর জুলুম চরম সীমায় পৌছেছে। গত ৫ মাসে নতুন করে ২.১ মিলিয়ন মানুষ গরীব হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এদেশ থেকে প্রায় ১২ লাখ কোটি টাকা পাচার হয়েছে যার মধ্যে গত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা। মাথাপিছু ঋন এর চাপে জনগন নিষ্পেষিত যা ৯৫০১৩ টাকা ছাড়িয়েছে। অন্যদিকে মুসলিম হত্যাকারী আমেরিকা ভোটাধিকার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের নামে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। গার্মেন্টস শিল্পে নিষেধাজ্ঞাকে বিভিন্ন মহল ভয় পাচ্ছে। এসব কাজের আড়ালে গভীর সমুদ্রে তেল অনুসন্ধান, বানিজ্য সুবিধা, গভীর সমুদ্রবন্দর ব্যবহার ও প্রতিরক্ষা বিষয়ক চুক্তি বাস্তবায়নের জন্য ঘন ঘন বৈঠকও হচ্ছে। গত ১০ বছরে এ বারই প্রথম এই সরকার নির্বাচনকে সামনে রেখে সামরিক বাহিনীকে ব্যবহার করতে যাচেছ। যাতে করে তাদের ম্যান্ডেট নেয়া যায়। একতরফা নির্বাচন, নির্বাচন বর্জনের নামে অসহযোগ আন্দোলন, সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ ও সামরিক বাহিনীর ভূমিকা এমন এক চতুর্মূখী বাস্তবতায় আজকের আলোচনা জিতবে এবার কে?--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/the-shepherd5/message Hosted on Acast. See acast.com/privacy for more information.

More episodes of the podcast Insight Dialogues