Episode Synopsis "মেঘ ও উপগ্রহ থেকে তোলা তাদের ছবি নিয়ে কিছু গল্প। "
একজন অপেশাদার আবহাওয়া সংক্রান্ত উৎসাহী একজনের উপগ্রহ থেকে তোলা ছবি সম্পর্কে কিছু হালকা তথ্য। কি করে আমরা এগুলো সম্পর্কে ওয়াকিবহাল হবো? VIS, IR, ও জ্বলিয় বাষ্পের ছবি থেকে কি বোঝা যায়। গলা শুনলেই বোঝা যাবে যে অনেক রাত হয়েছে কিন্তু তাও বেতারে প্রচারের ইচ্ছা। সময় কই? এইটি পূর্ব কলকাতা থেকে রেকর্ড করা হয়েছে।