Listen "Episode 19 : Labor Right | The Shepherd"
Episode Synopsis
গ্লোবাল রাইট্স ইনডেক্স ২০২২- এরমতে শ্রমিকদের অধিকার পূরনে খারাপ অবস্থানের মধ্যে বাংলাদেশ বিশ্বের ১০ টি দেশের মধ্যে অন্যতম । আমাদের দেশে 'ন্যূনতম মজুরির' নামে শ্রমিকদেরকে জীবনযাত্রার একটি নির্দিষ্ট মান বেধে দেয়া হয় যা থেকে জীবনমান উন্নত করতে পারবে না। গত ২০২১ সালে কমপক্ষে ৬ জন শ্রমিককে গুলি করে পুলিশ বাহিনী হত্যা করে কারন তারা তাদের ন্যয্য অধিকার নিয়ে আন্দোলনরত ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা কাজ করছে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় । তথাপি শ্রমিকদের অধিকার পূরণ হয় না। কেউ কেউ মনে করে পুজিবাদী শোষনের অর্থনৈতিক ব্যবস্থা অপসারন করে সাম্যবাদী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তাবায়ন করলে শ্রমিকদের অধিকার আদায় হবে না। কেউ কেউ মনে করে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও প্রতিটি রাষ্ট্রের শ্রম আইন সঠিক ভাবে বাস্তাবায়িত থাকলে শ্রমিকরা বর্তমান সমস্যা থেকে বের হয়ে আসবে। আবার অধিকাংশ মানুষ মনে করে যদি ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হয় তবে শ্রমিকরা তাদের ন্যয্য অধিকার পাবে। এই প্রেক্ষিতেই আজকের আড্ডা।--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/the-shepherd5/message Hosted on Acast. See acast.com/privacy for more information.